রাজধানীতেই সাড়ে ৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার:
মহামারী করোনাভাইরাস কিছুতেই পিছু ছাড়ছে না। প্রতিদিন শয়ে শয়ে মানুষের আক্রান্তের খবর আসছে। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন রাজধানী ঢাকার মানুষ।
দেশে মঙ্গলবার নতুন করে আরও ৯৬৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
তাদের মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬৮৪ জন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ঢাকায় ৪০৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন।
দেশে মোট আক্রান্তের ৫৯ দশমিক ৪৫ ভাগ রোগী রয়েছে রাজধানীতে। এ ছাড়া ঢাকা জেলায় ২৩৮ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে ১ হাজার ২৮৬ জন আক্রান্ত, গাজীপুরে ৩৪৭ জন, কিশোরগঞ্জে ২০৫ জন, নরসিংদীতে ১৭২ জন, মাদারীপুরে ৫৭ জন, মুন্সীগঞ্জে ২১৬ জন, মানিকগঞ্জে ২৯ জন, রাজবাড়ীতে ২৩ জন, গোপালগঞ্জে ৬২ জন, টাঙ্গাইলে ৩২ জন, শরীয়তপুরে ৬০ জন ও ফরিদপুরে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানায় আইইডিসিআর। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যু হয় দেশে। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ২৫০ জনের মৃত্যু হল।
চিত্রদেশ//এস//