আন্তর্জাতিকপ্রধান সংবাদ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক::
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্বাস্থ্যসেবা ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
হেনেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টারের মুখপাত্র ক্রিস্টিন হিল জানান, স্বাস্থ্যসেবা ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে আহত ৫ জনের মধ্যে একজন মারা গেছেন।
৬৭ বছর বয়সী বন্দুকধারী ক্লিনিক কর্তৃপক্ষের অত্যন্ত পরিচিত বলে জানিয়েছে কর্মকর্তারা।
চিত্রদেশ//এইচ//