
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘সত্য ও সুন্দরের আকাঙ্খা’
তবুও ফুল ফোটে
জীবনের পরতে পরতে রঙ ছোটে
কষ্ট, দুঃখ ও যন্ত্রণার সাগর পেরিয়ে
কৃষ্ণচূড়ার ছায়ায় সৌভাগ্যের পরশমণি জোটে ।
তবুও রাতের কোলে সন্ধ্যা নামে
বিনিদ্র রজনীর বুকে অশান্ত প্রেম জাগে
দুঃস্বপ্নের বিভীষিকা পেরিয়ে
বেতনা নদীর তীরে শুভদৃষ্টির লগ্ন কাঁদে ।
তবুও বিষের বাদ্য বাজে
স্মৃতির খেয়ালে আশার মরীচিকা জাগে
বিরহ মিলনের দোলাচলবৃত্তি পেরিয়ে
অপূর্ণতার মাঝে পূর্ণতা ভিক্ষা মাগে ।
তবুও মানুষ স্বপ্ন দেখে
প্রণয়ের মাঝে পরিণয় আয়েশী রঙ মাখে
আবেগ অনুভূতির সবটুকু সীমা পেরিয়ে
জীবন বিকশিত হয় নৃত্য নতুন সাজে ।
তবুও মৃত্যুর হাতছানি আসে
দুঃস্বপ্নের ভরাডুবিতে বিধাতা আড়ালে হাসে
সত্য ও সুন্দরের আহ্বান জানিয়ে
মানুষের জীবনে আকাঙ্খার অধ্যাত্নবাদ আসে ।