প্রধান সংবাদবিনোদন

দেশে পৌঁছালো সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা

স্টাফ রিপোর্টার:
চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে টিকার চালানগুলো বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ১০ লাখ টিকা নিয়ে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর রাত সোয়া ১টায় আরো ১০ লাখ টিকা নিয়ে আসে দ্বিতীয় ফ্লাইটটি। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে ২ জুলাই। পরদিন সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা আসে। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ৬ লাখ টিকা পাঠায়। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এখন আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button