
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘অভিশপ্ত আগ্নেয়গিরি’
মনের মাঝে সুপ্ত অভিশপ্ত আগ্নেয়গিরি
উদগিরণ করে ফেলে লাস্যময়ী ভালোবাসার লাভা
জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে
মনের পবিত্র কুঠির
নিঃশেষ করে ফেলে আত্মিক প্রশান্তির ফোয়ারা ।
এ যেন বেঁচে থাকার অস্তিত্বের ঘনঘটা
পেরেশানি ও হতাশার নির্মম বাস্তবতা
জীবনের সাথে সংগ্রামের নিরন্তর সমঝোতা ।
তবুও বিষের পেয়ালা প্রতিনিয়ত পান করে
মহাবিভীষিকার সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে
মানুষ ছুটে চলেছে ভালোবাসার বৈতরণীতে
মহামিলনের মাহেন্দ্রক্ষনে
দুরু দুরু তনু মনে
অশান্ত, উন্মুক্ত , প্রমত্তা যৌবনে ।