
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘অনুতপ্ত হৃদয়’
আমি মোহাম্মদের (স ) পথের ধূলিকণা হয়ে
আল্লাহ পাকের দ্বারে ভক্তির কড়া নেড়ে
আত্মজিজ্ঞাসার সবটুকু বিলীন করে
হারিয়ে যেতে চাই
আধ্যাত্মিকতার অনন্ত যৌবনে
অলৌকিক স্বর্গীয় সোপানে
ক্ষমা ও প্রেমের উদাত্ত আহ্বানে ।
এ যেন এক অনন্ত ক্ষুধা
যার জিয়ন কাঠির স্পর্শে
আমার ভিতরে বয়ে চলে পিপাসার অবিরাম ঝর্নাধারা
আত্মসমর্পণের নিরব আকুতি
কৃপা ও করুণার পুনঃপুনঃ ভিক্ষা
যে ভিক্ষার বিনিময়ে
তওবা ও দৃঢ় সংকল্পের কথা পুনঃ ব্যক্ত করে
আমি দুহাত তুলেছি পরম করুণাময়ের দুয়ারে
আমিত্ব বিবর্জিত মানসিকতার ভারে
অনুতপ্ত হৃদয়ের জোয়ারে ।