গল্প-কবিতা
মো: মেহেবুব হক কবিতা ‘আত্মার কান্না’
জ্যোতির্ময় আলোর সন্ধানে বেড়ানো হুদহুদ পাখি আমি,
সত্যের সন্ধানে ধাবমান নিরন্তর সংগ্রামরত পুরুষ আমি,
আমিই আত্মার জগতে বাস করা ছোট্ট আবাবিল পাখি,
আমিই আধ্যাত্মিকতার মিলনমেলায় মানুষকে ডাকি
যে ডাকের মাঝে সম্মোহনী শক্তি আছে।
শক্তির টানে মনের মাঝে পারলৌকিক ঢেউ জাগে
যে ঢেউয়ের প্রতিটি আঘাতে সিক্ত হয় তৃষিত আত্মার বেলাভূমি।
কেটে যায় জাগতিক মোহ ও লোভ-লালসার ফিরিস্তি,
ছিঁড়ে যায় লৌকিক অনাহূত বন্ধন
ভেঙে পড়ে নফসের বিকৃত কদর্যময় জৌলুশে ভরা প্রাসাদ।
মন শুধুই ছুটে যেতে চায় অসীমের পানে,
ছুটে যেতে চায় মুক্তির টানে
যে মুক্তির আশায় সাধকের দল প্রহর গোনে আমৃত্যু।