গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘ভাবনা বৃধৌত মানসপট’

জীবনের রঙ্গমঞ্চে বহু উত্থান পতনের বিভীষিকাময় রূপ দেখে
অর্বাচীন পথিকের ন্যায় সময়ের উজান ভাটিতে দাঁড় টেনে টেনে
আমি বিক্ষুব্ধ জলরাশির বুক চিরে এগিয়ে চলেছি নীল আকাশের অন্তহীন দিগন্তে ।
অনায়াসেই কেটে গেছে ভয় ভীতি ও হতচকিত মনের বিহ্বলতা
কষ্ট ও দুঃখের ভয়াল কালো জমাট মেঘ উধাও হয় দিপ্তময় সূর্যের ছোঁয়ায়
আশা ও ভরসার তরণী বিমোহিত হয় লাল নীল কৃষ্ণচূড়ার ফুলে ।
তবুও মানবীয় মনের প্রতিটি কোনে শঙ্কার তীর ছোটে
অসহিষ্ণু বিচলিত চিত্তের ভাবনা বৃধৌত মানসপটে সহসা হিল্লোল ওঠে
স্বর্গীয় ভাবনায় সিক্ত হয়ে জীবন এগিয়ে চলে মহাকালের অনন্ত সীমায় ।

 

Related Articles

Back to top button