গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘দ্বন্দের দোলাচলে’
অবিশ্বাস ও অস্থির মানসিক দ্বন্দের দোলাচলে বন্দী মানুষ
বারে বারে ফিরে পেতে চায় সুমহান কর্মের স্পৃহা
ভুলে যেতে চায় আত্ম গ্লানি ও হতাশার শত ফিরিস্তি
মনের ঐশ্বর্য ও স্বর্গীয় চেতনার কালজয়ী সাক্ষী হয়ে
অতিক্রম করতে চায় কষ্ট ,দুঃখ ও যন্ত্রণার প্রহর ।
তবুও ভাবনার খেয়ালে মাঝে মাঝে পাল জাগে
কল্পনার মরূদ্যানে অঝোরে বৃষ্টি নামে
স্নিগ্ধ সমীরণে পুত পবিত্র হয় তনু মন
শত ব্যর্থতার মাঝে স্বপ্ন দেখে ভগ্ন যৌবন
আবারো আশা ভরসার তরীতে বাণ ডাকে
হতচকিত মনের দুয়ারে দোলা দেয় শান্তির সুবাতাস
জীবনের মহোৎসবে যোগ দেয় আশা আকাঙ্ক্ষার তীব্র গন্ধ
মহিমান্বিত বসন্তের ছোঁয়ায় মেতে ওঠে অতৃপ্ত মন ।