প্রধান সংবাদ

শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ সকাল ৮ টায় রাজারবাগে এই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আইজিপি ড. বেনজীর আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নেতারা এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতারা শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব আনার প্রদান করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর উদাত্ত আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত বীর পুলিশ সদস্যরা পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button