গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘চিরপ্রস্থান’
জানি একদিন-
আমি হারিয়ে যাব চক্ষের পলকে
নেই দুঃখ নেই।
কারণ আমি জানি যাব-
বন্ধুর মাঝে অন্যরকম সাজে।
বিদায় নেব সকলের থেকে
যখন আমার কফিন নিয়ে-
যাত্রা করবে মানুষ দাফন করতে,
আমার কোনো ভয় নেই কারণ,
আমি যাচ্ছি বন্ধুর কাছে।
প্রস্থান করব অসীমের তরে-
সসীম দুনিয়া ছেড়ে,
মহাকালের পথে অন্তহীন;
মিলিত হতে অসীমের তরে,
মনের রাগ-অনুরাগে।
নজিস্ব প্রতবিদকে