গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘অমরত্ব’

হে রাব্বে কারীম
তোমারই পবিত্র নাম জপে ধুয়ে মুছে যায়
অন্তরের পাক-পক্কিলতার শত-সহস্র জঞ্জাল
মিটে যায় তৃষ্ণার্ত হৃদয়ের অনন্ত পিপাসা
খুঁজে পাই সরল সোজা আলোক দিশারী পথের স্থায়ী সন্ধান।
ধীরে ধীরে পবিত্রতার শুভ্র চাঁদরে মুড়ে
নফসে আম্বারার কতশত প্রলোভন পায়ে দলে
আমি হারিয়ে যাই আধ্যাত্নিকতার অন্তহীন দিগন্তে
পরম প্রশান্তির প্রেমময় ভুবনে।
যেখানে নিমিষেই বান্দা ফানা-ফি শায়খ
ফানা-ফি রাসুলুল্লাহ হয়ে
মিলিত হয় ফানা-ফিল্লায়
প্রাপ্ত হয় অমরত্বের উচ্চ মাকাম বাকা।

 

Related Articles

Back to top button