মেহেবুব হক প্রেমের কবিতা ‘ব্যক্ত প্রেম’
আমি জীবনে বহুবার আকাশ দেখেছি
কিন্ত আকাশের নীল রঙের পরশ কোনদিন আমার হৃদয়কে ছুঁইনি একটুও ।
যেদিন যখন বাড়ির ছাদে হাতে হাত রেখে তুমি আকাশকে দেখালে
আমি মুহুতেই হারিয়ে গেলাম, যেন নীলাকাশ
তার ভালোবাসার সবটুকু ছোঁয়া দিয়ে
আমার হৃদয়কে স্পর্শ করল।
নদীর পাড়ে বসে সূর্যাস্ত অনেকবার দেখেছি,
কিন্ত সূর্যাস্তের রক্তিম আভা আমার হৃদয়কে ছুঁইনি কোনদিনও।
যেবার তোমাকে নিয়ে নদীর পাড়ে বসে প্রথম সূর্যাস্ত দেখলাম-
মনে হল এমন নয়নাভিরাম দৃশ্য কোনদিন দেখিনি আমি।
সূর্যাস্তের রক্তিম আলো আমার হৃদয়কে রাঙিয়ে দিল চিরতরে ।
পাহাড়ে আমি বেড়াতে গিয়েছি কতবার
তা নিজেও জানিনা ।
কিন্ত পাহাড় ও মেঘের লুকোচুরির দৃশ্য কোনদিন চোখে পড়েনি।
যেবার তুমি আমাকে নিয়ে পাহাড়ে গেলে,
মনে হল, প্রকৃতি আপন রঙে সেজে পাহাড়রূপী প্রেমিকের সাথে
লুকোচুরির খেলায় মেতেছে মেঘরূপী প্রেমিকা।
আমি তন্ময় হয়ে উপভোগ করতে থাকলাম এমন মনমোহিনী দৃশ্য !
সোনালি ধানের ক্ষেতে যে কতবার হেঁটেছি,
তা গুনে শেষ করতে পারবোনা।
কিন্ত সোনালি রূপের অপূর্ব ছটা আমাকে মোহিত করেনি কখনও ।
তোমাকে নিয়ে যখন ক্ষেতের আল বেয়ে হাটতে লাগলাম,
সোনালি ধানের সোনালি পরশ আমার হৃদয়কে ছুঁয়ে গেল গভীরে।
কলেজ থেকে বাড়ি ফেরার পথে-
একটি লাল কৃষ্ণচূড়া ছিল।
কৃষ্ণচূড়ার লাল, কমলা ও হলুদ ফুলের বাহারি রূপ
আমার চেখে কোনদিন ধরা দেয় নি।
কিন্ত তুমি আমায় নিয়ে যেদিন
কৃষ্ণচূড়ার নিচে এসে দাঁড়ালে
ঋতুরাজ বসন্ত এসে বিরাজ করল আমার হৃদয়ে ।
কারো চোখের দিকে এমনভাবে কোনদিন তাকায় নি।
কিন্ত কলেজের ক্যাম্পাসে বসে যেদিন
তোমার চোখের দিকে এক পলক তাকালাম,
কী অতলস্পর্শী রূপ তার !
যেন কোন গভীর হ্রদে আমি হারিয়ে যাচ্ছি একটু একটু করে।
অনুভবে অনুরণনে হারিয়েছি আমার মন ,
প্রেমের সাগরে খেয়েছি আমি হাবুডুবু আজীবন।