গল্প-কবিতা

নূরুন নাহারের কবিতা ”মাঝি”

অবহেলা সয়ে সে
আঁখিজলে সিক্ত
বেদনা পেয়ে সে
কত যেন রিক্ত।
ঝড়ের আঘাতে তার
হাল ভেঙে হায়
খেয়া তবু সে
যায় বেয়ে যায়।
এক বন্ধুর নদীর নেয়ে-
বন্ধুর নদীর বাঁকে বাঁকে
জীবন হলো শেষ।
এই নদীর খেলা
চলছে আজো বেশ।
শুধু এপার ওপার করে
দিনগুলো তার হলো পার
একদিন দুদিন করে
ভালো দিন নাহি এলো আর।
ত্রিশ বছর বেয়ে নৌকা-
আসল নকল চিনে শেষে
হলাে না কোনা প্রতিকার
থাকলো শুধু
মন বেদনা আর হাহাকার।
দুরুন্ত নদীতে বৈঠা বেয়ে
শুধুই পেলো ব্যথা
কাকে বলবে সে
হৃদয়ের না বলা কথা।
পাড়ি দিতে বিশাল নদী
ভাঙে যদি ছিন্ন পালের কাছি,
মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে বলবে-
আমি একা রয়েছি মাঝি।

লেখক: নূরুন নাহার

 

Related Articles

Back to top button