গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘স্বর্গীয় আত্মা’

বিরহ-মিলনের চৌহদ্দি পেরিয়ে স্বর্গীয় আত্মা আমি,
পাওয়া না-পাওয়ার সমীকরণ ভুলে সিদ্ধপুরুষ আমি
ভালোবাসা ও ঘৃণার অনন্ত সমুদ্র আকণ্ঠ পান করে
ত্যাগ ও তিতিক্ষার কণ্ঠহার গলায় পরে
দিন ও রাতের অক্লান্ত সংগ্রাম সেরে
বাহারি জীবনে বৈরাগ্যের সম্রা ট আমি।
আমিই বিলিয়ে বেড়াই সেড়বহ-মায়ামমতার ভা-ার
হৃদয়ে হৃদয়ে জুড়ে দিই ভালোবাসার দ্বার।
কামনা করি বিশ্বভুবন হোক মানবপ্রেমের সূতিকাগার
যদিও বঞ্চিত আমি
অতৃপ্ত আমি
অপূর্ণ আমি
তবুও আমিত্বের বেড়াজাল ভুলে
আমরাই খুঁজি জগৎসংসার।

Related Articles

Back to top button