গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা-‘স্বপ্ন ও সাধনা হিমালয়’

যৌবনের মহিমান্বিত বসন্তে বিরহ মিলনের অভাবনীয় লীলাখেলা
চাওয়াপাওয়ার অশান্ত নীল দরিয়ায় জোয়ারভাটার মিলনমেলা
অনুরাগের হৃদয়স্পর্শী ছোঁয়ায় উত্তাল জীবন তরঙ্গে বিষাদের ঢেউ
কামনা ও বাসনার আগুনে জর্জরিত মনে আধ্যাত্মিকতার হাতছানি
সবকিছুই ঘটে চলেছে অবলীলায় হৃদয়ের মাঝে
শান্ত মনকে অশান্ত করেছে সকাল দুপুর সাঁঝে
তবুও মানুষের মিলনমেলায় মানুষ হয়ে
স্বপ্ন ও সাধনার হিমালয় ছুঁয়ে
আমি ছুটে চলেছি ঐশ্বরিক সাধনার সুষমামণ্ডিত উদ্যানে।

Related Articles

Back to top button