
গল্প-কবিতা
মেহেবুব হকের কবিতা ‘মহালীলা’
প্রকৃতির কোলে জীবন ঢলে যায়
কৃষ্ণচূড়ায় লাল রঙে খেলা করে স্বপ্ন
অস্তিত্বের গভীরে হারিয়ে যায় আমিত্বের স্বাদ
কামনার নদীতে চিরদিনই বাসনার খেদ
এ যেন বিশ্বসংসারের মহালীলা-
প্রকৃতির মাঝে আত্নার অপূর্ব মেলাবন্ধন
যা আমার হৃদয়কে ছুঁয়ে যায় গভীরে।

কবি: মো: মেহেবুব হক