গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘ভালোবাসার অমৃত শক্তি’

আত্মার অমর রাজ্যে বিচরণ করা কোকিলকণ্ঠী পুরুষ আমি
ভালোবাসার ঐশী ভুবনে সাঁতরানো সুদর্শন যুবক আমি
আমিই প্রেমের স্বাধীন রাজ্যে বাস করে পাগলপারা
আমিই আমাতে ফানা হয়ে হই দিশেহারা
আমার মাঝেই বেজে ওঠে রাগ রাগিনির সুর
আবার আমাতেই জাগে যত দৈত্য দানব অসুর
তবুও চিরদিন আমি ভালোবাসা খুঁজি হৃদয়ের মণিকাঞ্চনে
ভালোবাসা বুঝি প্রেয়সীর অবনত মস্তকে মুক্ত আলিঙ্গনে
যার রূপ রস গন্ধে উর্বর হয় সভ্যতার প্রাঙ্গণ
প্রস্ফুটিত গোলাপের সুবাসে শিহরিত হয় তনুমন
আমি হারিয়ে যাই উন্মুক্ত নীলাকাশের বুকে
স্পর্শ করি পবিত্রতার পীঠস্থান
অনুভব করি ঈশ্বরের অপার কৃপা ও করুণার বারিসম্পাত
অশ্রুসজল চোখে প্রবেশ করি ভালোবাসার অনন্ত রাজ্যে
যেখানে হিংসা নেই বিদ্বেষ নেই আছে শুধুই মুক্তি
মহামুক্তি-

কবি- মো: মেহেবুব হক

Related Articles

Back to top button