গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘পূর্ণতার অন্তহীন দিগন্তে’

আত্মিক প্রশান্তির স্বর্গীয় সুবাস হৃদয়ে ধারণ করে
আগত জীবনের অনাকাঙ্ক্ষিত দুর্বিষহ যন্ত্রণা সয়ে
আমি এগিয়ে চলেছি অটল নিয়তির অন্তহীন দিগন্তে ।
মাঝে মাঝে যাতনার আশীবিষে কেঁপে কেঁপে উঠেছে
শিরা ধমনী ও অস্থি মজ্জার প্রতিটি রক্তজালিকা
মনের মণিকোঠায় উঁকি দিয়েছে
জীবনের প্রতি অনাসক্তির তীব্র গন্ধ।
তবুও উৎকণ্ঠার অনন্ত সমুদ্রে ঢেউ ওঠে
কল্পনাচারী মন হারিয়ে যায় অভিব্যক্তির অনন্য চূড়ায়
জেগে থাকে সাত তবক আসমান জমিনের অন্তহীন ভালোবাসা
আমারই হৃদয়ের আঙিনায়
চেয়ে থাকে মন পূর্ণতার অন্তহীন দিগন্তে ।

কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button