গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘আত্ম সমালোচনা’

ভিতরে ভিতরে আত্মদগ্ধ আত্মবিস্মৃত হৃদয়ের শপথ করে বলছি
আমি সর্বদাই ভ্রমণ করতে চেয়েছি আত্মার পবিত্র রাজ্যে
স্থিত হতে চেয়েছি চিরশান্তির পুণ্যময় তীর্থ ভূমিতে
বিচরণ করতে চেয়েছি প্রেমময় ভালোবাসার ঐশী তপোবনে।
কিন্তু পারিনি হিংসার দাবানল হতে নিজেকে রক্ষা করতে
পারিনি পরশ্রীকাতরতার নর্দমায় বসে মানবপ্রেমের মন্ত্র উচ্চারণ করতে
বরং হারিয়ে গেছে প্রাণহীন আত্মা অহংকারের দুর্গম দুর্গে।
তবুও ছাড়িনি আমি হাল, হারায়নি মনোবল
ধীরে ধীরে আবারো আল্লাহর রহমতের সাগরে পুণ্যস্নান করে
ক্ষমা ও ভিক্ষার আঁচল পেতে মহামহিমের দরবারে
আমি স্বপ্নের জাল বুনে এগিয়ে চলেছি জীবনের সফলতার অন্তহীন দিগন্তে।

Related Articles

Back to top button