গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ”অম্লানস্মৃতি”

একটা সময় ছিল

যখন জীবনে সোনালি দিন পার করতাম

কলেজের ক্যাম্পাসে হাঁটতাম

মনের আনন্দে প্রাণ খুলে গাইতাম

অজানা আবেগে হারিয়ে যেতাম

ঐ দূর পাহাড়ের দেশে

যেখানে আকাশের নীলিমায়

তুষারের বন্যা হয়

মেঘের কোল ঘেঁষে আলোর ঝরনা বের হয়

যে আলোর ঝরনায় সড়বান করে

আমি আবার নিজেকে ফিরে পেতাম স্বর্গীয় ক্ষণে

এমনি প্রকৃতির অপরূপ রূপের মাঝে

আমি হারিয়ে যেতাম নীরবে নিভৃতে আনমনে।

আনমনে হারিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়

সকলের মন আনমনে হারিয়ে যায় না

কিছু মানুষের যায়

আমিও তাদের একজন

আমি হারিয়ে যেতাম আনমনে

হারিয়ে যেতাম বন্ধুদের আড্ডায়

বসতাম উন্মুক্ত খোলা ময়দানে

খোলা আকাশের নিচে

যেখানে সবুজ ঘাসের কোমল ছোঁয়ায়

হৃদয়ের মাঝে বয়ে যেত

প্রাণশক্তির অফুরন্ত ঢেউ

যে ঢেউয়ের তালে তালে

সকল ভেদাভেদ ভুলে

আমরা সকলে হারিয়ে যেতাম

আনন্দের উত্তাল সাগরে।

আজও মনে পড়ে

কলেজজীবনের সেই সকল স্মৃতিময় দিনের কথা

যে স্মৃতি কোনোদিন ভুলবার নয়

কখনোই ভুলবার নয়

কিছুতেই ভুলবার নয়।

 

কবি: মো: মেহেবুব হক

Related Articles

Back to top button