মেহেবুব হকের কবিতা ‘অনবদ্য উপাখ্যান’
প্রতিদিন সংসারের শত ব্যস্ততার বিরামহীন ক্লান্তি
কখনো বা মনের কোনে একরাশ বিষাদের ছায়া
তবুও প্রশান্তির এক অলৌকিক চাদরে মুড়ে থাকি সারাক্ষণ
অনুভব করি হৃদয়ের আকাশে সুখপাখির ডানা ঝাঁপটার শব্দ
এমনিভাবে পেরিয়ে গেছে দিন মাস বছর
তথাপি একটুও কমেনি সংসারের প্রতি আসক্তি
আসেনি ভাঁটা সংসার যাত্রায় বরং জীবনের
গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে করতে পেরিয়ে গেছে ভয়াল তিমির রাত্রি
এখনো হারায়নি মনের মাঝে যৌবনের হিল্লোল
কমেনি জীবনের ভাঁজে ভাঁজে গোলাপের মনমাতানো সুবাস
থামেনি দুঃখের প্রচণ্ড ডামাডোলে সুখের মৃদুমন্দ ফুরফুরে বাতাস
সবকিছুকে ছাড়িয়ে জীবন যেন হারিয়ে গেছে মিলনের পবিত্র মোহনায়
সেই মোহনার পূর্ণভূমিতে দাঁড়িয়ে সিদ্ধপুরুষ হয়ে
প্রতিদিন স্বপ্ন দেখি জীবনকে চেনার জগতকে জানার
পাওয়া না পাওয়ার সবটুকু সমীকরণ ভুলে
মাথা রেখে মমতাময়ী সংসারের কোলে
হাসিমুখে রচনা করতে চায় জীবনের অনবদ্য উপাখ্যান ।
তাং-১৭/০৮/২০২০ , ঢাকা ।