গল্প-কবিতা

মেহবুব হকের কবিতা ‘অসীম করুণা’

ঈশ্বর, ওগো দয়াময় তুমি ! অসীম করুণার ভিক্ষা মাগি
তোমারই নিকটে করি বারবার আমরা উদাত্তস্বরে আহ্বান
চারিদিকে সভ্যতা লণ্ডভণ্ড চলছে বাঁচার চেষ্টা আপ্রাণ
তোমারই রহমতের অনুকম্পা ছাড়া আজি এ বিশ্ব শ্মশান ।
ঈশ্বর, ওগো মহীয়ান তুমি ! অপার কৃপার ভিক্ষা মাগি
তোমারই পানে চেয়ে আছি আমরা গুনাহগারের দল
ধনী গরীব নির্বিশেষে মৃত্যুর মিছিলে বিশ্ববিবেক অচল
তবু আশা ভরসা তোমাকেই ভেবে মনকে রেখেছি সচল ।
ঈশ্বর, ওগো চিরঞ্জীব তুমি ! অসীম ক্ষমার ভিক্ষা মাগি
তোমারই রাজদরবারে ফেলি দু-ফোটা চোখের জল
দাও প্রভু শক্তি সাহস আস্থা মনকে রাখো অবিচল
যেন নিশ্চিত পারি ছিনিয়ে আনতে বিজয়ের শতদল ।

তাং-৩১/০৩/২০২০ ইং, ঢাকা ।


কবি মেহেবুব হক

Related Articles

Back to top button