সময় যে কত মূল্যবান সে তাে আমরা সবাই জানি। যে সময় একবার চলে যায় তা আর ফিরে আসে না। সময়ের সাথে পাল্লা দিয়ে কেউ চলতে পারে না। সময় এত দ্রুত চলে যে তাকে ধরা বা ছোঁয়া যায় না। তাই আমাদের এই সময় যা বর্তমানে তাকে খুব ভালভাবে কাজে লাগানো উচিত। সময়কে যে আমরা কত হেলাফেলায় নষ্ট করি তা আমাদের বোধগম্য হয় পরে। যখন বোধ হয় তখন আর করার তেমন কিছু থাকে না। করার কিছু থাকলেও তা খুব কষ্ট করেই অর্জন করতে হয়। কারন সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড় । কখনো কখনো মনে হয় ইস্ আবার যদি সময় পেতাম তা হলে আমার ভুল কাজগুলো সব শুধরে নিতাম। না তা কি হয়, সময় আর ফিরে আসে না। সময়ের কাজই তো চলে যাওয়া । বিন্দু বিন্দু প্রতিটা ক্ষণ মিলেই তো সময়। আমাদের অন্তর থেকে অনুধাবন করতে হবে যে এই বিন্দু বিন্দু সময়ই কত দামি। কারন প্রতিটা বিন্দু বিন্দু সময় মিলেই হয় যুগ, মহাযুগ, কাল ,মহাকাল।
Related Articles
Check Also
Close
-
৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কাOctober 4, 2024
-
আজ পবিত্র ঈদুল আজহাJuly 21, 2021