কথা খুব সাবধানে বলতে হবে কারণ কোন কথার কি মানে মাঝে মাঝে দাঁড়াবে তা আপনি নিজেও জানেন না। আপনার কথার ডালপালা গজাবে। আপনি হঠাৎ হয়তো শুনলেন কেউ একজন আপনার সম্বন্ধে বিষদগার করছে। কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না কেন? আপনাকে কারণ খুঁজতে যেয়ে নিজেকে খেই হারিয়ে ফেলতে হবে। আপনি আপনার প্রতিটি পদচারণা নিয়ে ভাবতে শুরু করবেন । কি কারণ না পেয়ে দিশেহারা হয়ে যাবেন। তখন নিজেকে নিজেকে নিজেই শ্বান্তনা দিবেন। আপনি হয়তো কবে কোথায় কথার ছলে বা মজা করে দুইটা কথা বলেছিলেন যেটাই হয়ে যাবে আপনাকে টার্গেট করাক মোক্ষম অস্ত্র। অতএব কথা বলার আগে চোখ কান খোলা রেখে যা বলার অতটুকুই বলা উচিত। বাড়তি কথা সবার সামনে বলা যায় না। সবাই একরকম নয়।
আপনি হয়তো আলাপকালে অনেক কথাই বললেন। অনেক অপ্রসাঙ্গিক কথাও বললেন। কিন্তু যাকে বলছেন, তাদের কথাও মাথায় রাখবেন । অতএব বি ক্যাজুয়াল।