প্রধান সংবাদমুক্তমত

মুক্ত ভাবনা ‘অন্তরের ক্ষুধা’

কানিজ কাদীর

আমাদের সবারই একটা বাহ্যিক জীবন আছে। সে জীবনের চলাফেরা, হাসি-কান্না, সুখ-দু:খ আমরা দেখতে পাই। আবার সবারই একটা ভিতরের জীবন বা লুকায়িত জীবন আছে। যে জীবনই তার অন্তর । তার অন্তরের একটা জগৎ আছে। যে জগৎটাকে নিয়ে প্রত্যেকটা মানুষ মনে মনে সাজায়, পরিকল্পনা করে। যে জগৎটার মধ্যেই সে ডুবে থাকে সবার অলক্ষ্যে। এই ভিতরের অন্তর যখন তার চাওয়ায় পরিপূর্ণ হয় তখন সে হয় খুব সুখী। তবে তার অন্তরের সুখের রং আমরা কেউ দেখতে পাই না। আমরা শুধু তাকে খুশী হতে দেখি। আবার যখন কেউ দু:খ বেদনায় একেবারে ভেঙ্গে পড়ে তখন তার অন্তরের যে কষ্ট তার রং ও আমরা কেউ দেখতে পাই না। অনুধাবনও করতে পারি না।  যার যার অন্তর তার তার। তার অন্তরের যে যন্ত্রনা, জ্বালা, কষ্ট সেখানে কেউ প্রবেশ করতে পারে না। হয়তো কিছু আশ্বাস বা সান্ত্বনা বানী শোনাতে পারে। নিজের এই অন্তরকে উজ্জ্বীবিত নিজেকেই রাখতে হয়। মানুষ শুধু সমালোচনাই করতে পারে। তাই নিজের চেতনাকে, বিশ্বাসকে কাজে লাগিয়ে সঠিকভাবে পরিশ্রম করে যাওয়াই শ্রেয়। আর নিজের  অন্তরের ক্ষুধা নিজেকেই মেটাতে হয়। অন্তরকে ভাল রাখার জন্য নিজেকে নিজে উজ্জীবিত করা ছাড়া আর কোন পথ নাই। যে পথ নিজেরই খুঁজে বের করতে হয়।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button