চিত্রদেশ

মানুষের জীবন রক্ষাই আসল উন্নয়ন: ফারুকী

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন, আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্রয়। এবার জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে কয়েকটি পরামর্শ দিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির টাইমলাইনে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, জানি না কত দাম দিয়ে এবারের এই ঝড় থেকে আমরা বেরিয়ে আসতে পারব! তবে বেরিয়ে এসে আমাদের প্রথম কাজ হবে, স্বাস্থ্য বিভাগ ঢেলে সাজানো। এবার তো আমরা দেখলাম, এই এতগুলা বছর ধরে আমরা কী রকম অকেজো এবং ফাঁপা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছি! এবার এটার উন্নয়নে নজর দেয়াই হবে প্রথম কাজ।

তিনি আরও লিখেন, মনে রাখতে হবে- মানুষের জীবন রক্ষাই হচ্ছে আসল উন্নয়ন! জীবনই যদি না থাকে, তবে কী লাভ ওই উঁচু উঁচু উন্নয়নে? আর দ্বিতীয় কাজ হতে হবে, পরিবেশ বিনাশী সব উন্নয়ন প্রকল্প রিভিউ করে বাতিল করা।

 

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button