প্রধান সংবাদস্বাস্থ্য কথা

মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

স্টাফ রিপোর্টার:
মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

শনিবার (২৮ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে তারা এ পরামর্শ দেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, মাঙ্কিপক্স নিয়ে আমাদের এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মানুষের শরীরে এটি শনাক্ত হলেও আমাদের দেশে এটি এখনও আসেনি। তবে আমাদের আইইডিসিআর-মন্ত্রণালায়সহ স্বাস্থ্য সেক্টরগুলো প্রস্তুত রয়েছে।

সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ডা. টিটো মিঞা আরও বলেন, টেস্টের মাধ্যমে কারও শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলে চিকিৎসার পাশাপাশি ৫ থেকে ২১দিনে কোয়ারাইন্টাইন বা আইসোলেশনে থাকতে হবে। আমরা যারা ছোটবেলাতে স্মল পক্সের টিকা নিয়েছি তারা খুশি হবার কারণ নেই। নতুন এই ভাইরাসে আমরাও আক্রান্ত হতে পারি।

সেমিনারে অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার বলেন, আমরা এখনও জানি না মাঙ্কিপক্স আমাদের দেশে কতটা ভয়াবহতা নিয়ে আসবে। তবে আমরা কোভিড-১৯, চিকুনগুনিয়া, ডেঙ্গুর মোকাবিলা করেছি। মাঙ্কিপক্সও যেই ফর্মেই বা ভেরিয়েশনেই আসুক আমরা এর মোকাবিলার জন্য প্রস্তুত আছি।

অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা ছাড়াও সেমিনারে আরও উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালকদার প্রমুখ।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button