প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আলাদা। একেক জনের জীবন একেকভাবে সাজানো । সবাই পরিবারের লোকজন নিয়ে থাকতেই বেশি ভালোবাসে । তবু সবার নিজের একটা জগৎ থাকে। সে জগতে তার মন ঘুরে বেড়ায়। তার মনের আনন্দ খুঁজে বেড়ায়। মানুষ যখন জীবনের নানা, কাজকর্মে ব্যস্ত থাকে সে তার মনের জগতটাকে সাময়িক ভুলে যায়। সবাইকে সে খুশি করতে চায় আর এর মধ্যেই খুঁজে বেড়ায় নিজের আনন্দকে। প্রত্যেকটা মানুষ যখন পরিনত হয় তার একার পরিধি যেন বাড়তে থাকে। সে তখন তার একাকীত্ব কাটানোর নানা পথ খুঁজে বেড়ায়। সে দেখে সবাই ব্যস্ত। তার একাকীত্বে সঙ্গ দেয়ার মত চারপাশে কেউ নেই । কারণ সবারই একাকীত্বের কষ্টের ধরণ ভিন্ন হলেও মনের কষ্টের রং একই । যার যার মনের কষ্ট তার নিজেকেই বয়ে বেড়াতে হয়। নিজের কষ্টের দায়ভার অন্যের উপর চাপিয়ে লাভ নেই । অন্য আর একজন কখনো একজনের মনের ক্ষুধা মেটাতে পারে না। কারণ মনের জমিনটা যার যার আলাদা। মনের জমিনটাকে নিজেকেই দৃঢ় করতে হয়। খুজেঁ নিতে হয় নিজের সময়কে। ভালবাসতে হয় নিজেকে। নিজের মনকে নিজে শান্তনা দিতে হয়। চেষ্টা করতে হয় যতটুকু সম্ভব নিজের মনকে নিয়ন্ত্রণ করার। নিজের সময়ের জন্য কারও কাছে হাত বাড়িয়ে লাভ নেই। সবাই নিজের মত করেই বাচঁতে চায়।