প্রযুক্তি

ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয় করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক:

বিশ্বব্যাপী ইউটিউবের গ্রাহক সংখ্যা ১৯০ কোটি। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওয়েবসাইট। ইউটিউবে প্রতিদিন প্রায় ১০০ কোটি ভিডিও স্ট্রিম হয়। এই বিশাল জনপ্রিয়তার জন্য অন্যতম পছন্দের ওয়েবসাইট এটা।

নিজের সৃজনশীলতা গোটা দুনিয়ার সামনে তুলে ধরার জন্য অন্যতম ভালো প্ল্যাটফর্ম এটি। ইউটিউবে চ্যানেল তৈরি বেশ সহজ। তবে চ্যানেল তৈরি করলেই কাজ শেষ হল না। সেখান থেকে রোজগার শুরু করতে চাই ধৈর্য ও নিষ্ঠা। কীভাবে ইউটিউব চ্যানেল থেক রোজগার শুরু করবেন? দেখে নিন।

ইউটিউব চ্যানেল তৈরির উপায়

• ইউটিউব চ্যানেল তৈরির জন্য প্রয়োজন একটা গুগল অ্যাকাউন্ট। যে কোন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে। কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগল অ্যাকাউন্ট লগ ইন করে ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে।

• এই কাজের জন্য শুরুতে আপলোড ভিডিও সিলেক্ট করতে হবে।

• ইতিমধ্যেই চ্যানেল তৈরি না হয়ে থাকলে আপনাকে নতুন চ্যানেল তৈরির পরামর্শ দেবে ইউটিউব।

• চ্যানেলের নাম ও একটি লোগো ব্যবহার করে নতুন চ্যানেল শুরু করুন।

• সব শেষে ‘ক্রিয়েট’ অপশন সিলেক্ট করলেই নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।

নতুন ইউটিউব চ্যানেল তৈরির সময় কী কী মাথায় রাখবেন?

• চ্যানেলের নাম এমন রাখুন যেন তা সহজেই মনে থাকে। সহজে মনে রাখার জন্য ছোট নাম ব্যবহার করুন।

• নিজের জন্য একটি আলাদা লোগো ডিজাইন করে নিন। যদিও চাইলে চ্যানেল তৈরির পরেও তা করা যাবে।

• একটি ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার ও ভিডিও এডিটিং এ সামান্য দক্ষতা থাকা বাধ্যতামূলক।

ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার আগে কী কী জানা প্রয়োজন?

• ইউটিউব চ্যানেল থেকে সাফল্য পেতে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। নিয়মিত ছোট ও ভালো ভিডিও আপলোড করে যেতে হবে।

• ভিডিওর গুণমানে কমতি থাকলে চলবে না। ভিডিওর বিষয়বস্তু অনন্য হতে হবে।

• ভিডিও রেকর্ড করার সময় একটি ভালো ক্যামেরা ব্যবহার করুন। এডিট করার সময় তাড়াহুড়ো করবেন না।

• হেডলাইনে ভুল তথ্য দেবেন না। তবে হেডিং আকর্ষণীয় হতে হবে। এছাড়াও ভিডিওর সাথে যোগ করতে হবে প্রয়োজনীয় কি-ওয়ার্ড।

• কি-ওয়ার্ড ছাড়াও ভিডিওর থাম্বনেল সাফল্যের মন্ত্র হয়ে উঠতে পারে।

• ভালো ভিডিওর সাথেই প্রয়োজন ভালো সাউন্ড। প্রয়োজনে ব্যবহার করতে পারেন এক্সটারনাল রেকর্ডার।

রোজগার শুরু

শেষ ১২ মাসে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ পাবলিক ওয়াচ হলে ইউটিউব চ্যানেল থেকে রোজগার শুরু করতে পারবেন। এর পরে ইউটিউব পার্টনার প্রোগ্রামে নিজেকে নথিভুক্ত করিয়ে নিতে পারবেন।

• ডান দিকে উপরে অ্যাকাউন্ট আইকন সিলেক্ট করুন, এর পরে ক্রিয়েটার স্টুডিও সিলেক্ট করুন।

• বাঁ দিকের মেনুতে ‘সিলেক্ট চ্যানেল’ করে স্টেটাস ও ফিচার সিলেক্ট করুন।

• এবার ‘মনিটাইজেশন’ এনেবেল করে দিন।

 

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button