অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ভিকারুননিসার ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার:
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক ফোরামের উপদেষ্টা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

শিক্ষা মন্ত্রনালয় সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তারকে সভাপতি করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন। গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে মীর সাহাবুদ্দিন টিপুর দাবি করেন, নারী কণ্ঠটি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের আর পুরুষ কণ্ঠটি তার নিজের। তবে অধ্যক্ষ বলেছেন, এটি তার কণ্ঠ নয়, ‘সুপার এডিট’ করে এটি ছাড়া হয়েছে।

ফোনালাপ ফাঁস কাণ্ডে এরই মধ্যে দেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এখন এই দুজনের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে এটিই দেখার বিষয়।

চিত্রদশ//এফটি//

Related Articles

Back to top button