আন্তর্জাতিকপ্রধান সংবাদ

ভারতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। আর এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। এ নিয়ে ভারতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৭৯ জন এবং মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লাভ আগারওয়াল বলেন, এ ভাইরাসটি বেশিরভাগ মানুষের মৃত্যুর জন্য মুখ্য ভূমিকা পালন করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে তাদের গ্রামে ফিরতে শুরু করেছে। এই অবস্থায় রোববার কেন্দ্রের পক্ষ থেকে লকডাউনে ভ্রমণের বিষয়ে বলা হয়েছে, পায়ে হেঁটে কেউ লকডাউন ভাঙলে তাদের বাধ্যতামূলক সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখা হবে।

এ দিকে এ দিন দেশটির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা চেয়ে বলেন, মহামারীর কারণে ২১ দিনের লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন,‘আমি জাতির কাছে ক্ষমা চাইছি কঠিন সিদ্ধান্ত নেয়ার জন্য। এর ফলে সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে হয়েছে। কিন্তু আমাকে এই সিদ্ধান্ত নিতেই হতো আপনাদের রক্ষা করার জন্য।’

চিত্রদেশ//এস//

 

Related Articles

Back to top button