ভারতে শুটিং সেটে দুর্ঘটনায় নিহত ৩
বিনোদন ডেস্ক:
বিশাল বাজেটে তৈরি করা হয়েছিলো সেট। সেখানে চলছিলো সিনেমার শুটিং। হঠাৎ ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। ক্রেন ভেঙে মারা গেলেন ছবির তিনজন সহকারী পরিচালক। গেল বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে।
চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটির পরিচালক কমল হাসানের শুটিং ফ্লোরে এই ঘটনা ঘটে। সে সময় বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার মুভি ‘ইন্ডিয়ান ২’-র শুটিং চলছিল বলে খবর।
ছবিটির পরিচালনা করছিলেন শঙ্কর ৷ ১৯৯৬-এর ‘ইন্ডিয়ান’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছিল। দুর্ঘটনার সময় ক্রেনের পাশেই কাজ করছিলেন পরিচালক শঙ্কর।
সূত্রের খবর, ১৫০ ফুট উঁচু ওই ক্রেনের ভিতরে লাইটের বক্সে ছিলেন একজন সহকারী পরিচালক। আরও দু’জন ছিলেন ক্রেনের কাছেই। আচমকা ভেঙে পড়ে ক্রেনটি। ঘটনাস্থলেই মারা যান একজন পরিচালক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুই আহত পরিচালকের মৃত্যু হয়। পরিচালক শঙ্করসহ আহত হয়েছেন আরও ৯ জন। তাদের হাসপাতেল নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার সময় পাশের ফ্লোরেই কাজ করছিলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। মর্মান্তিক এই দুর্ঘটনার পর তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘যে কোনো দুর্ঘটনাই ভীষণ মন খারাপের। আমাদের তিন সহকর্মীকে আমরা হারিয়েছি।
শোকাহত সেইসব পরিবারের কথা ভেবে বুক ফেটে যাচ্ছে।’
চিত্রদেশ //এইচ//