ভারতকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক:
আহমেদাবাদে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ইংল্যান্ড।
ভারতকে মাত্র ১২৪ রানে আটকে দিয়ে ৪.৩ ওভার আগেই আট উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ওইন মরগ্যান। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ হতে সময় লাগে মাত্র আট বল। দ্বিতীয় ওভারেই জফরা আর্চারের বলে বোল্ড হয়ে ফিরে যান কেএল রাহুল।
পরের ওভারে আদিল রাশিদের বলে শূন্য রানে ফেরেন কোহলি। শেষ পাঁচ ইনিংসে এটি ভারতের অধিনায়কের তৃতীয় শূন্য।
পঞ্চম ওভারে মার্ক উডের বলে শিখর ধাওয়ান বোল্ড হয়ে ফিরলে ব্যাটিং ধসের শঙ্কায় পড়ে ভারত। সেখান থেকে রিশাভ পান্ট কাউন্টার অ্যাটাক করলেও খুব বেশিক্ষণ টেকেননি। দশম ওভারেই বেন স্টোকসের বলে ২১ রানে ফেরেন তিনি।
ভারতের ব্যাটিং পুরোটাই টেনেছেন শ্রেয়াস আইয়ার। তরুণ এই ব্যাটসম্যানের ৪৮ বলে ৬৭ রানে শেষ পর্যন্ত ১২৪ রানে পৌঁছায় ভারত।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট শিকার করেন আর্চার। একটি করে উইকেট পান রশিদ, উড, স্টোকস ও ক্রিস জর্ডান।
জবাবে জস বাটলার ও জেসন রয়ের ৭২ রানের জুটি ম্যাচ নিয়ে যাবতীয় শঙ্কা দূর করে দেয়। দুই ইংলিশ ওপেনার এই জুটি গড়েন মাত্র আট ওভারে। মাঝে বাটলার একবার বেঁচে যান সামান্যর জন্য।
আক্সার প্যাটেলের বলে লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় ভারত। সেখানে আম্পায়ার্স কলে সামান্যর জন্য বেঁচে যান বাটলার।
শেষ পর্যন্ত লেগ বিফোরের ফাঁদে পড়েই ফিরতে হয় বাটলারকে, তবে সেটি ইউজভেন্দ্র চেহেলের বলে।
জেসন রয় ফিফটির দিকেই এগুচ্ছিলেন, কিন্তু ৪৯ রানে থামতে হয় তাকে। ওয়াশিংটন সুন্দরের বলে লেগ বিফোর হন তিনি, বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।
বাকি কাজটুকু সারেন ডাউইড মালান ও জনি বেয়ারস্টো। দুজনে মিলে ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান আট উইকেট ও ২৭ বল হাতে রেখে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১২৪/৭, ২০ ওভার (আইয়ার ৬৭, পন্থ ২১, আর্চার ৩/২৩, রশিদ ১/১৪)
ইংল্যান্ড ১৩০/২, ১৫.৩ ওভার (রয় ৪৯, বাটলার ২৮, সুন্দর ১/১৮, চাহাল ১/৪৪)
চিত্রদেশ//এফ//