চিত্রদেশ

‘ব্রাজিলভক্ত’ শেখ হাসিনা খালেদা-রওশন

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ লড়বে- এমন স্বপ্ন দেখার দুঃসাহস হয়তো নেই কারও। স্বপ্ন না বুনলেও ফুটবল উন্মাদনায় সবাইকে ছাড়িয়ে লাল-সবুজের দেশ, বাংলাদেশ। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের প্রবল উৎসাহ আর আবেগে মাতামাতির খবর নিয়মিত ছাপা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের পাতায় পাতায়। সভা-সমাবেশে উত্তপ্ত রাজনীতির মাঠের খেলোয়াড়রাও নানা দেশের ‘সমর্থক’ হয়ে বিশ্বকাপের খেলা উপভোগ করছেন।

ব্রাজিল না আর্জেন্টিনা- হাল সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্ন। সমর্থনে বৈপরীত্য বলে পরম বন্ধুও এখন ‘শত্রু’। দেখা যাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী রাজনীতিক নেতা প্রিয় দলের সমর্থক। যেমন, অনেক আগে থেকেই মোটামুটি সবার জানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু’জনই ব্রাজিলভক্ত।

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল চলাকালে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন, ব-তে বাংলাদেশ, ব-তে ব্রাজিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগেও জানিয়েছেন, সময় পেলে টিভিতে বিশ্বকাপের খেলা দেখেন। আক্ষেপ হয়, বাংলাদেশের কোনো অবস্থান নেই বলে।

আর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ব্রাজিল সমর্থক। আগে নিয়মিত খেলা দেখতেন। এখনও সুস্থ থাকলে ব্রাজিলের খেলা দেখেন।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ব্রাজিলের খেলা ভালোবাসেন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button