আজ আবার নব বৈশাখ এসে
নতুন করে মনে হলো,
পৃথিবী সত্যিই সুন্দর।।
চারদিকে নেমেছে নব প্রজন্মের ঢল,
গ্রীষ্মের তীব্র তাপদাহ থামাতে পারেনি
উচ্ছাস,কল্লোল।
লালহলুদের মিলনমেলায়,
বাঙালি ভাসছে আজ আনন্দের ভেলায়।
এখানে মিশেছে এসে নানা শ্রেণী,নানা পেশা,
বাঙালির মনে জেগেছে যেন এক নতুন আশা।
বাঙালির এ বানে রাজনীতি নেই মনে,
দ্রব্যমূল্য, লোডশেডিং, হতাশা পিছু না টানে।
বসেছে হরেক রকম কত না সাজের ঢং,
শিশু-কিশোরের মনে রঙধনুর সাত রং।
নব প্রজন্ম হয়ে উঠেছে শুধুই বাঙালি,
বটমূলে হৃদয় উজাড় করা মধুর গিতালী।
রঙিন এই মিলনমেলায়
বাঙালি কত যেন সুখী,
চিরশাশ্বত মঙ্গল কল্যাণের
আহ্বানই যেন শুধু দেখি।
নববর্ষের এই মিলনমেলায় ,
নতুন করে আমি নিজেকে পেলাম
পুরোন আমি যেন হারিয়ে গেলাম।
নতুন মন , নতুন আশায়, নতুন রঙে,
আমি প্রাণচঞ্চল হলাম।
উন্মোচিত হলো বাঙালির শাশ্বত রুপ
চিরচেনা দেশ আমার কাছে হলো অপরুপ।
বাঙালি শত কষ্টেও হাসতে পারে,
উজাড় করে ভালোবাসতে পারে।
নারী-পুরুষ, শিশুর বিশাল মিলনমেলা
কি সহজে মেলে!
বাংলা নববর্ষের প্রথম দিনেই যেন
প্রাণে প্রাণ মিলে!!
(১লা বৈশাখ,১৪১৫-এ লেখা)