অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

বেড়েই চলছে স্বর্ণের দাম

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গত কয়েকদিনের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় বুধবার লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১,৭৭০ ডলার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়েছে ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের ভরিতে বেড়েছে ৪ হাজার ৮৯৯ টাকা, সনাতন পদ্ধতির ৩ হাজার ৬১৬ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১,১৬৬ টাকা।

প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের অক্টোবরে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১,৭৭০ ডলারে উঠেছিল। এরপর গত ৮ বছরের মধ্যে এবারই প্রথম প্রতি আউন্স স্বর্ণের দাম ১,৭৭০ ডলার ছাড়িয়ে গেল।

চিত্রদেশ //এল//

Related Articles

Back to top button