প্রধান সংবাদ
বেতনের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার:
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বাড্ডা, মহাখালী ও দারুস সালামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করে।
জানা গেছে, সামসুর রিজিয়া ফ্যাশনস লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলেও, বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হন শ্রমিকরা। করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।
এছাড়া সকাল ৯টার দিকে মহাখালীতে এম ইউ ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানায়, আজ বেতন দেয়ার কথা থাকলেও, কথা রাখেনি কারখানা কর্তৃপক্ষ।
অন্যদিকে, মিরপুরের দারুস সালাম এলাকতেও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
চিত্রদেশ//এস//