প্রধান সংবাদ

বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু, এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এই ধাপে অংশ নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এ পর্বের ইজতেমা শুক্রবার (১৪ ফেব্রয়ারি) ফজরের পর থেকে শুরু হলেও বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) সন্ধ্যা থেকেই শুরু হয় এর আনুষ্ঠানিকতা। প্রথম দিনে ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

যিনি মারা গেছেন তার নাম দিদার তরফদার (৫৫), তিনি খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।

ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দিদার তরফদার খুলনা জেলার ৪১নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে। লাখো মানুষ একসাথে নামাজ আদায় করবেন ও রোজা রাখবেন। এটি অনেক বড় পাওয়া।

এই ধাপে রোববার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতে শেষ হবে এবারের আয়োজন।

এর আগে,বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এরপর ইজতেমার মাঠ প্রশাসনের নিকট হস্তান্তর করে মাওলানা যোবায়েরপন্থিরা।

 

Related Articles

Back to top button