প্রধান সংবাদমুক্তমত

কিছু মুক্ত ভাবনা ‘আমাদের অভ্যাস, ভুল ও দোষ

কানিজ কাদীর-

আমাদের একটা চিরাচরিত অভ্যাস শুধু অন্যের ভুল ধরা। এটা যেন একটা রোগ।আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে । মানুষের প্রশংসা আমরা খুব কমই করতে জানি। অন্যের দোষত্রুটি খুঁজে বেড়ানোতেই যেন আমাদের আনন্দ।আমরা সবাই নানা কাজে ব্যস্ত থাকি। কাজ করতে যেয়ে অনেকেরই ভুল ক্রুটি হয়। কেউবা খুব নিঁখুতভাবে কােন কাজ করে , কেউবা কাজটা খুবই অগোছালো ভাবেই করে। কেউ খুব ধীর গতি সম্পন্ন, কেউ বা অতিদ্রুত কোন কাজ সম্পন্ন করতে চায়। কাজ করতে যেয়ে নানা কথা বলতে হয়। কখনও বা অপ্রাসঙ্গিক কথাও এসে যায়, কারও কারও ব্যবহারগত সমস্যা থাকে, কারও বা মুদ্রা দোষ থাকে, কেউবা পরনিন্দা, পরচর্চায় বেশি ব্যস্ত থাকে। কেউবা শান্ত, চুপচাপ কাজ করে যায়, কেউবা অল্পতেই রেগে যায়। কেউবা সামান্য ব্যাপারেই একে অপরকে দোষারোপ করে। এই দোষারূপ করা বা ভুল ধরা যেন আমাদের অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারও কোন দোষই নেই অথচ তার নানা বিষয়ে ভুল ধরা বা দোষারোপ করা যেন আমাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আবার কর্মস্থলে অনেকেই খুব বাজে ভাবে চলাফেরা করে। কাজে ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে নানা সুযোগ সুবিধা নিতে চায়। এসব লোকদের ভুল ধরে তাকে শোধরানো আমাদের সবারই নৈতিক দায়িত্ব হওয়া উচিত। কিন্তু আমরা এসব লোকদের শুধু এড়িয়ে চলি। নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে চাই। এদেরকে আমরা নানাভাবে যেন প্রশ্রয়ই দেই। কর্মক্ষেত্রে আমরা অনেক সময়ই দেখি অনেকেই সঠিক আচরণ জানে না। কিভাবে বসা উচিত, কিভাবে হাঁটা উচিত,কিভাবে কথা বলা উচিত। এই ব্যাপারগুলোতে আমরা প্রায়ই খুব উদাসীন থাকি।খুব জোরে কথা বলা, অথবা শব্দ করে হাঁটা, পা মেলে বসা অথবা পা তুলে এমনভাবে বসা যা দেখতে ভাল লাগছে না। এসব ব্যাপারে আমরা অনেক সময়ই উদাসীন যে আমার জন্য অন্যদের অসুবিধা হচ্ছে কিনা তা প্রায়শ:ই ভাবি না। আবার কেউবা খুব শব্দ করে খাবার চিবিয়ে খায় অথবা শব্দ করে চুমুক দিয়ে চা খায় তখন দেখতে বা শুনতে খুব খারাপ লাগে যা চারপাশে যারা থাকে তাদের সবার জন্যই বিব্রতকর। এসব অভ্যাসগুলাে সংশোধন করার দায়িত্ব নিজেরই নিতে হবে। আবার কেউ কেউ কোন কাজ শুরু করে ভাল করে শেষ না করে পরিবেশ নােংরা করে ফেলে। তার যেন কোন মাথাব্যথা নেই। এতে অন্যজনের কাজ করতে বেশ সমস্যা হয়। কেউ কেউ বাথরুম ব্যবহারের পর এমনভাবে বের হয়ে আসবে যে তারপর আর একজনের বাথরুম ব্যবহারের অযোগ্য করে ফেলবে।আর এইসব কিছু অবিবেচক লোকের বদ অভ্যাসগুলোগুলো সংশোধন করতে বলতে আমাদের খুবই সংকোচ। আমরা এ অভ্যাসগুলো যেন হজম করে নেই তাও কিছু বলি না। শুধু সমালোচনা করি। আবার আমাদের সংসারে আমরা একে অপরেের সাথে খুব ফ্রী। তাই একে অপরের ভুল খুব সহজেই ধরি। কখনও কখনও ভুল না হলেও ভুল ধরি অথবা কোন বাজে অভ্যাস সংশোধন করতে বল্লেও সহজে মানতে চাই না। তাই বলি আমরা যদি এই ছোট খাটো খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি তাহলে আমরা অনেক সচেতন থাকবো, নিয়মের মধ্যে আসবো ।একে অপরকে সমীহ ও সম্মান করার প্রবণতা তৈরি হবে আমাদের মাঝে । আমরা সংসারে অনেক সময়ই নানারকম অভ্যাসে অভ্যস্ত অথবা একই রকমের ভুল বারবার করে যাচ্ছি। কিন্তু আমাদেরকে কেউ এইসব খারাপ অভ্যাস বা ভুল কাজ থেকে বিরত থাকতে বললে হয়তো প্রায়শ:ই আমরা ক্ষেপে যাই বা আমাদের ইগোতে লাগে। যেন ভাল কথাটাা মেনে নিলে আমরা ছোট হয়ে যাবাে। কিন্তু সংসারে সবাই যদি আমাদের নানা রকমের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করি তাহলে সংসারের কাজগুলোও খুব সহজ সুন্দর হয়। এতে একজন আরেকজনকে সম্মান ও জানানো হয়। তাতে সংসারের পরিবেশ থাকে অনেক সুন্দর।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button