প্রধান সংবাদ

বাড়তে পারে দিনের তাপমাত্রা

স্টাফ রিপোর্টার:
কুয়াশা ভেদ করে তেজের সাথেই সূর্যের দেখা মিলেছে সকাল থেকেই। আবহাওয়া অধিদফতর বলছে, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা ও এর আশপাশ এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুধু ঢাকা নয়, সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আর আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা আছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button