বইমেলায় পাওয়া যাচ্ছে মেহেবুব হকের নতুন কাব্যগ্রন্থ ‘ভালোবাসার অচিন পাখি’
এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে মানবতার কবি মেহেবুব হকের নতুন কাব্য গ্রন্থ ‘ভালোবাসার অচিন পাখি’। বইটি প্রকাশ করেছেন অনিন্দ্য প্রকাশ ( পাভিলিয়ন-১০ )।
এছাড়াও মেলায় পাবেন লেখকের প্রকাশিত একাধিক কাব্যগ্রন্থ ‘ভালোবাসার নীলপদ্ম’ ‘নিরন্তর তুমি’ ‘মানবতার দর্পণ’ ‘নীল প্রজাপতি’ ‘নাতে রাসুল(সা:)’ ‘মহা মানব’ ও ‘ঐশী ছোঁয়া’। অনিন্দ্য প্রকাশ ও পারিজাত প্রকাশনী থেকে কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে।
কবি মোঃ মেহেবুবহক। পেশায় একজন কাস্টমস কর্মকর্তা হলেও তিনি মূলত মানবতার কবি।মেহেবুব হক মানব প্রেম এবং মানবতা নিয়ে লিখে চলেছেন অবিরাম। স্ত্রী আর সন্তানের অনুপ্রেরণায় মূলত তার লেখালেখির জগতে আসা। মানুষ হয়ে মানবীয় গুণাবলি অর্জন করে প্রকৃত মানুষ হতে না পারলে মানবজীবনের সার্থকতা থাকে না- সেই বোধশক্তি জাগ্রত করার জন্য তিনি বারবার সমাজের মানুষকে আহ্বান করেছেন তাঁর কবিতার ছন্দে।