প্রধান সংবাদ

ফেটেছে লাইন, থাকবে না গ্যাস

স্টাফ রিপোর্টার:
সাভারের আমিন বাজারের সালেহপুর সেতুর পাইলিংয়ের কাজের সময় তিতাসের একটি মেইন পাইপ ফেটে গেছে। এতে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, মিরপুরসহ সাভারের কিছু এলাকায় গ্যাস সরবারহ বন্ধ রয়েছে।

জানা যায়, সন্ধ্যার পর এসব এলাকায় গ্যাস সরবারহ স্বাভাবিক হতে পারে।

তিতাসের জরুরি বিভাগ থেকে জানানো হয়, সাভারের সালেহপুর আমিন বাজার ব্রিজের পাইলিং কাজ করার সময় তিতাসের একটি পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে রাজধানীসহ আশে পাশের কিছু এলাকায় গ্যাস সরবারহ বন্ধ আছে।

তিতাসের ডিজিএম শাখাওয়াত হোসেন বলেন, ‘সালেহপুর ব্রিজের পাইলিং এর কাজ করার সময় সোমবার রাত নয়টার দিকে তিতাসের একটি পাইপ ফেটে যায়। দুর্ঘটনা এড়াতে দ্রুত গ্যাস শাট ডাউন করে দেওয়া হয়। এতে কিছু এলাকায় গ্যাস সরবারহ বন্ধ রয়েছে। আমরা দ্রুত মেরামত করে গ্যাস সরবারহের চেষ্টা করছি। আশা করছি রাতের মধ্যে গ্যাস সরবারহ স্বাভাবিক হয়ে যাবে।’

চিত্রদেশ//এসএইচ//

Related Articles

Back to top button