ফুসফুস ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। তার ক্যানসার বর্তমানে থার্ড স্টেজে রয়েছে।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, অভিনেতা শেখর সুমনের ছেলে আদিত্য সুমন টুইট করে সঞ্জয় দত্তের ক্যানসারের খবর জানিয়েছেন। আদিত্য লেখেন, সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়েছে।
বলিউডের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক ও সমালোচক কমল নেহতা মঙ্গলবার রাতে টুইটারে লিখেন, সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। আসুন, তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করি।
স্থানীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার, হিন্দুস্তান টাইমস, মুম্বাই লাইভ, বলিউড হাঙ্গামা একাধিক সূত্র অনুসারে, সঞ্জয় দত্ত তৃতীয় স্টেজের ফুসফুসের ক্যানসারে ভুগছেন।
সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৬১ বছর বয়সী এই অভিনেতাকে। করোনা সন্দেহে পরীক্ষা করানো হলে তা নেগেটিভ আসে। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
টুইটারে সঞ্জয় দত্ত লিখেছেন, বন্ধুরা, কিছু চিকিৎসার জন্য আমি কাজ থেকে সামান্য বিরতি নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে আছেন এবং আমি আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি বাজে চিন্তা বা অযৌক্তিক কিছু অনুমান করবেন না। আপনাদের ভালোবাসা ও শুভকামনায় আমি শিগগিরই ফিরে আসব! কিন্তু সেই পোস্টের কয়েক ঘণ্টা পরেই ক্যানসারের খবর জানা গেল।
চিত্রদেশ//এফ//