চিত্রদেশ

মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ডে সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক:
শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ বলিউডের বিখ্যাত একটি রোমান্টিক সিনেমা।

১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় কাজলকে ‘সিমরান’ বলে ডাকতেন শাহরুখ। তখন থেকেই বলিউড দর্শকদের কাছে ‘সিমরান’ একটি আইকনিক চরিত্র।

এবার সেই নামে হবুস্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে সম্বোধন করলেন পরিচালক সৃজিত মুখার্জি।

বাংলাদেশের মডেল-অভিনেত্রী সঙ্গে ভারতীয় এই নির্মাতার বিয়ে হয়েছে গত শুক্রবার সন্ধ্যায়। পরদিন মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুইজারল্যান্ডে।

এছাড়া জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা ওই দেশকেই বেছে নিয়েছেন তারা।

সোমবার সেখানে পৌঁছে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘যা সিমরান যা, কর লে আপনি পিএইচডি।’ অর্থাৎ, যা সিমরান পিএইচডি সম্পন্ন করে এসো।

সৃজিতের এমন পোস্টে নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়েছে।

কারণ ব্লকবাস্টার হিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে সংলাপটি দেন কাজলের পর্দার বাবা অমরেশ পুরি। তিনি মেয়েকে মনের মানুষের কাছে যেতে বলেন। আর সৃজিত সংলাপ ছাড়লেন স্ত্রী মিথিলার উদ্দেশে।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button