প্রধান সংবাদবিনোদন

ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার:
আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৭ অক্টোবর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফাইজার-বায়োটেক টিকা অনুমোদন দিয়েছে। মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর, ১২-১৭ বছর বয়সী বাংলাদেশিদের টিকাদানে সক্ষম করবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া টিকাগুলো।

রাষ্ট্রদূত মিলার বলেছেন, আমেরিকা বাংলাদেশকে ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত।

আমেরিকা এখন পর্যন্ত বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে।

চিত্রদেশ//এফটি//

 

 

Related Articles

Back to top button