
প্রধান সংবাদ
প্রধানমন্ত্রী সফিপুরে যাচ্ছেন আজ
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে যাচ্ছেন আজ। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০ তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। সকাল ১০টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সফিপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ১টায় ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বিকেলে সাড়ে ৪টায় সংসদ অধিবেশনে যোগদান করবেন তিনি।
চিত্রদেশ //এস//