গল্প-কবিতাপ্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর উদ্যোগে কবি হেলাল হাফিজ সিএমএইচে

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ উদ্যোগে জননন্দিত কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন।

কবির চিকিৎসার সার্বিক সমন্বয় করছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান। চিরকুমার এই কবি এর আগে শাহবাগের একটি আবাসিক হোটেলে থাকতেন।

গত সোমবার তাকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত চিকিৎসার জন্যে তাকে সিএমএইচে ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় মেজর ডা. আশেকুজ্জামান তাকে সিএমএইচে নিয়ে ভর্তি করান। বুধবার থেকে কবির সামগ্রিক চেক আপ শুরু হওয়ার কথা রয়েছে। তিনি একাধিক রোগে আক্রান্ত।

উল্লেখ্য, কবি হেলাল হাফিজের অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নত চিকিৎসার উদ্যোগ নেন।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’। ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এই জনপ্রিয় কবি।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button