প্রধান সংবাদ

পেঁয়াজের দাম আছে বলেই কৃষকরা মাঠ পাহারা দিচ্ছেন: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়ায় দেশ পেঁয়াজ সংকটে পড়েছে। পেঁয়াজের দাম আছে বলেই এখন কৃষকরা মাঠ পাহারা দিচ্ছেন। এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে পেঁয়াজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা হবে।

বুধবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, সংবাদ সম্মেলন ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ৪-৫টি ফ্লাইট বুক করে পেঁয়াজ আনা হয়েছে। গতকাল হাজারখানিক টন এসেছে, প্রথমে দেশে আড়াই হাজার টন এসেছে। আজকেও আসবে এখন থেকে প্রতিদিনই এক দেড় হাজার টন আসবে। প্রতিদিন দেশে যদি ৩ হাজার টন করে পেঁয়াজ আনা যেত তাহলে দেশে চাপটা কমত।

তিনি বলেন, আমার দেশের পেঁয়াজ উৎপাদনকারীরা যদি দাম পায় তাও ভালো এবং তারা যদি আরও উৎসাহিত হয় পেঁয়াজের দাম পাওয়ার জন্য তা হলে আগামীতে বেশি করে পেঁয়াজ উৎপাদন করবে। ২-৩ বছরের মধ্যে দেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে কৃষককে ভালো দাম দিতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়া হবে।

 

চিত্রদেশ ডটকম//এলএইচ//

 

Related Articles

Back to top button