প্রধান সংবাদ

পরী-পিয়াসার মোবাইল-ম্যাসেঞ্জারে স্ক্যান্ডালের চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক:

চাঞ্চল্যকর স্ক্যান্ডাল বেরিয়ে আসছে চিত্রনায়িকা পরীমণি, বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মৌ, হেলেনা জাহাঙ্গীরসহ অন্যান্যদের ডিজিটাল মাধ্যম থেকে। তাদের মোবাইল ফোনের কল লিস্ট যাচাই বাছাই করছে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ)। তাদের ফেসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ডিজিটাল ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সিআইডি। জব্দকৃত মোবাইল ফোন থেকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অডিও রেকর্ড এবং গোপন ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে। যেসব ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দিয়ে পরীমণি ও পিয়াসা-মৌরা প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করে আসছিলেন।

সিআইডি’র সূত্র জানায়, গতকাল শনিবার (০৭ আগস্ট) দিনগত রাতে পরীমণি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীরসহ ৬ জনের বাড়িতে সিআইডি অভিযান চালিয়েছে। বনানীতে পিয়াসার বাসায় অভিযান চালিয়ে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এসব বিষয়ে নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা-মৌ ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলো সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে তদন্ত করা হবে। তদন্তে ক্ষমতাধর ব্যক্তিদের নাম এলেও তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জড়িত সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেবে সিআইডি। ইতোমধ্যে চিত্রনায়িকা পরীমণি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌ’য়ের ৭টি মামলা আমাদের (সিআইডি) কাছে হস্তান্তর হয়েছে। আসামিদের আমরা হেফাজতে পেয়েছি। ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আইনের মধ্যে থেকেই মামলা তদন্ত করবে সিআইডি। সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন হবে। যারা সত্যিকারভাবে দোষী সিআইডি তাদের খুঁজে বের করবে।

মালিবাগে সিআইডি কার্যালয়ে পরীমণি, পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীরসহ প্রত্যেককেই পৃথক কক্ষে রাখা হয়েছে। গতকাল থেকে তাদেরকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। আজ সকাল থেকেও তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তালিকায় থাকা কয়েকজন প্রভাবশালী ও ব্যবসায়ী

পরী-পিয়াসা ও মৌয়ের সঙ্গে সম্পর্ক রাখা ২১ প্রভাবশালী ও ব্যবসায়ীর বিশেষ তালিকা তৈরি করা হয়েছে। এরমধ্যে বিতর্কিত মডেল পিয়াসার সঙ্গে ‘ইউ’ আধ্যক্ষরের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মোবাইল ফোনের কথোপথনের অডিও রেকর্ড উদ্ধার হয়েছে। একটি ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যানের সঙ্গে মডেল মরিয়ম আক্তার মৌ’র গোপন ভিডিও রয়েছে। পিয়াসার সঙ্গে শীর্ষ পর্যায়ের এক অলঙ্কার ব্যবসায়ীর বেশ কয়েকটি অডিও রেকর্ড পেয়েছে সিআইডি।

একটি অডিও রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সিআইডি কর্মকর্তা বলেন, পিয়াসাকে ‘ডায়মন্ডের’ অলঙ্কার উপহার দেওয়ার কথা বলেছেন ওই অলঙ্কার ব্যবসায়ী। এছাড়া ‘সি’ আধ্যাক্ষরের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে পরীমণিকে একটি গাড়ি উপহার দেওয়ার কথোপকথন অডিও রেকর্ড রয়েছে। একইসঙ্গে ওই ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গেও পরীমণির গভীর সখ্যতার কথোপকথন রয়েছে।

অপরদিকে, রাজধানীর গুলশানে ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে পিয়াসার একটি ক্লাবে সময় কাটানোর ভিডিও ফুটেজ রয়েছে। গুলশানে একটি দামী ব্র্যান্ডের পণ্য বিক্রির শোরুমের মালিকের সঙ্গে পরীমণি ও পিয়াসার বহুবার কথোপকথন হয়েছে মোবাইল ফোনে। মদ বিক্রির দোকানের মালিক (যার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ) সঙ্গে পিয়াসার লং ড্রাইভে যাওয়ার কথোপকথন রয়েছে। বাংলাদেশে গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) শির্ষ পর্যায়ের সাবেক নেতার সঙ্গে পিয়াসার হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কথপোকথন হয়েছে। তার মালিকানাধীন গুলশানের গাড়ির শোরুমে চোরাই গাড়ি বিক্রি হয় এমন অভিযোগও পেয়েছে সিআইডি ও র‌্যাব। মডেল পিয়াসা ওই চোরাই গাড়ি সিন্ডিকেটের সদস্য। ওই শোরুম থেকে পিয়াসার সহযোগী মিশুর চুরি করা একটি গাড়িও উদ্ধার করে র‌্যাব।

 

সিআইডি’র এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও ফেসবুক আইডি তল্লাশি করে ২১ জন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পিয়াসা, পরীমণি ও মৌ’য়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার তথ্য মিলেছে। এর বাইরে পিয়াসার মোবাইল ফোনের কল লিস্টে বেশ কয়েকজন ব্যবসায়ীর মোবাইল নম্বর পাওয়া গেছে। ওইসব ব্যবসায়ীকে পিয়াসা বিভিন্ন সময় ফোন করে ব্ল্যাকমেইলিং করতেন।

কথিত মডেল মৌয়ের ১১ বিয়ে, অঢেল অর্থ-সম্পদের উৎস কি?

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে মাদক মামলায় গ্রেপ্তারের পর কথিত মডেল মরিয়ম আক্তার মৌ-এর সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে সিআইডি। একই সঙ্গে তার অঢেল সম্পদের উৎস খুঁজে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে তার বাসা থেকে জব্দ করা হয়েছে বেশি কিছু আলামত।

মৌকে গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন সময়ে তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌ ১১টি বিয়ে করেছেন। তার সর্বশেষ স্বামী একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। ধনাঢ্যদের ফাঁদে ফেলে বিয়ে করা ছিল মৌ-এর পেশা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়ার পর আরেকজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেন। সাবেক স্বামীরা মৌ-এর অপকর্ম সম্পর্কে সবই জানতেন। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অনেক সময় নিজেরাই তাকে তালাক দিতেন।

গত ০১ আগস্ট রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আরেক মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌ-কে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি রয়েছে তার। নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের ৩টি দামি গাড়ি চালাতেন মৌ। অথচ তার দৃশ্যমান কোনো আয়ের উৎস নেই। মৌ মডেলিং পেশার আড়ালে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের ব্ল্যাকমেইলিং করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা। মাদক ও অনৈতিক ব্যবসায় তার সংশ্লিষ্টতার কিছু প্রমাণ ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে এসেছে। তাকে গ্রেপ্তারের পর অনেক ভুক্তভোগীই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

মৌয়ের নিয়ন্ত্রণে অর্ধশত লাস্যময়ী তরুণী

তদন্তকারীদের কাছে তথ্য রয়েছে, মৌয়ের নিয়ন্ত্রণে অর্ধশত লাস্যময়ী তরুণী রয়েছেন। এসব তরুণীকে দিয়ে তিনি অর্থশালীদের টার্গেট করতেন। কৌশলে তাদের বাসায় নিয়ে আসতেন। মদ খাইয়ে অচেতন করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি কিংবা ভিডিও ধারণ করতেন। পরে ওই ব্যক্তি যদি কথামতো কাজ না করতেন, তাহলে ভয় দেখানোর পাশাপাশি ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এভাবে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। দরিদ্র পরিবারের সুন্দরী তরুণী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীরা মৌয়ের প্রতারণা চক্রের সদস্য। তারা দিনের বেলা লোকচক্ষুর আড়ালে থেকে রাতে সক্রিয় হতেন। তার বাসায় গভীর রাত পর্যন্ত মাদক সেবনের পাশাপাশি চলত অসামাজিক কার্যকলাপ।

মৌয়ে মামলার পূর্বের তদন্তকারী সংস্থা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের এক কর্মকর্তা জানান, ৩ দিনের রিমান্ডে গতকাল মৌকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার এত সম্পদের উৎস কোথা থেকে, কী কারণে তার আগের সব সংসার ভেঙে গেছে এবং সব বিয়েতেই মোটা অঙ্কের কাবিন ছিল কেন। বিয়ের ফাঁদ পেতে প্রতারণা করতেন কি না- এমন নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কত দিন ধরে এবং এ পর্যন্ত কতজনকে ব্ল্যাকমেইল করেছেন? এমন সব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মৌ।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button